চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ওড়না গলায় পেছিয়ে নুর মোহাম্মদ তপি (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে।নিহত নুর মোহাম্মদ তপি পৌর এলাকার নাটাপাড়া গ্রামের মরহুম লাতু মিয়া প্রকাশ মিয়াধনের পুত্র। বুধবার বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে করেছে।
স্থানীয় সুত্র জানায়, নুর মোহাম্মদ তপি দুইটি বিয়ে করেছে। স্ত্রীদের নিয়ে সে দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিল। বুধবার সকালে সবার অগোচরে সে আত্মহত্যা করেছে।পরে স্বজনরা থানায় খবর দিলে লিশ তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল মনির নতুন কুমিল্লাকে জানান, নুর মোহাম্মদ তপির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে করা হয়েছে।তদন্ত রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
(নতুন কুমিল্লা/এমইই্উ/এমএম/বুধবার, জুন ২৭, ২০১৮)