কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

শিক্ষক ও স্থানীয়দের সাথে সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। ছবি: নতুন কুমিল্লা

এইড-কুমিল্লার আয়োজনে মহিলা মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহনে সহিংসতা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) সকালে এইড-কুমিল্লার প্রধান কার্যালয় রঘুপুরে ইউ.এস ডিপার্টমেন্ট অফ স্টেট(ডিওএস) অর্থায়নে ডেমোক্রসি ইন্টারনেশনাল ইন, এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ৮টি মহিলা মাদ্রাসার ৪০ জন প্রতিনিধি, ১৫ স্থানীয় নাগরিক।

“মাদ্রাসা ছাত্রী, বিদেশ ফেরত/পুনর্বাসিত নারী ও বিদেশে কর্মরত ব্যক্তির পরিবারের সদস্যদের সহিংস চরমপন্থার প্রতিবাদ ও প্রতিরোধের জন্য সক্রিয়করন প্রকল্পের” অধিনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো: জেড. এম. মিজানুর রহমান, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ, আর্দশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন এইড-কুমিল্লার গভনিং বডির সদস্য আলহাজ¦ শাহ মোঃ আলমগীর খান, ও ডেমোক্রসি ইন্টারনেশনাল ইন কর্মকর্তা ও পার্টনারশীপ এন্ড গ্রান্টস ম্যানেজার জাহিদ হাসান, ফাইন্যান্স এন্ড গ্রান্টস ম্যানেজার মো:আরিফুল ইসলাম, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলী আকবর মাসুম সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি বদরুলহুদা জেনু

প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সৃষ্টির নির্বাহী পরিচালক সালমা আক্তার, কুমিল্লা মহিলা হস্তশিল্প প্রশিক্ষন ও উৎপাদন সেন্টারের নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন এইড-কুমিল্লা’র নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী।

উক্ত অবহিতকরণ সভায় অংশগ্রহন কারী মাদ্রাগুলো হলো রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, রঘুপুর, আদর্শ সদর, কুমিল্লা, শাহে মদিনা হরমুজেরনেছা দাখিল মাদ্রাসা, আদর্শ সদর, বড় আলমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আদর্শ সদর কুমিল্লা, ভুটুয়া শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা আদর্শ সদর,

কুমিল্লা, উম্মাহাতুল মু’মিনীন মহিলা মাদ্রাসা আদর্শ সদর, কুমিল্লা, আলেখারচর ডি এস আই দাখিল মাদ্রাসা আদর্শ সদর, কুমিল্লা, ধনুয়াখলা আহমদিয়া ফাজিল মাদ্রাসা আদর্শ সদর, কুমিল্লা, জামিয়া ইসলামিয়া জিন নূরানী মহিলা মাদ্রাসা সদর দক্ষিন, কুমিল্লা, চৌয়ারা মহিলা দাখিল মাদ্রাসা, সদর দক্ষিন, কুমিল্লা,। সকল মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী উপস্থিত ছিলেন। এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক এবং প্রকল্পের কর্মকর্তা বৃন্দ ।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/বৃহস্পতিবার, জুন ২৮, ২০১৮)

আরও পড়ুন