কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

টিউবওয়েল ও বোতলের পানি ভয়াবহ ক্ষতিকর

মৎস্য ও মৎস্য পণ্যের কোডেক্স এ্যালিমেন্টারিয়াস স্ট্যার্ন্ডাডস শীর্ষক সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: নতুন কুমিল্লা

টিউবওয়েলের পানি স্বাস্থের জন্য ক্ষতিকর। আর বোতলজাত মিনারেল ওয়াটার নামের পানি তো আরো বেশি ভয়াবহ। অনিরাপদ খাদ্য ও ভেজাল খাদ্যের কারণে দেশের ৯৫ ভাগ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে। ফলে স্বাভাবিক মৃত্যু এখন অনিশ্চিত হয়ে পড়ছে।

বৃহস্পতিবার মনোহরগঞ্জে অনুষ্ঠিত এক সেমিনারে বিঞ্জানি ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ একথা বলেন। মৎস্য ও মৎস্য পণ্যের কোডেক্স এ্যালিমেন্টারিয়াস স্ট্যার্ন্ডাডস শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যালাইয়ান্স (বিএএ)ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল(বিপিসি)।

এতে সহায়তা করে মৎস্য অধিদপ্তর।সেমিনারে সভাপতিত্ব করেন বিএএ’র সভাপতি মাকসুদুর রহমান। মূল প্রবন্ব উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের পপরিচালক (অবঃ) কবির আহমেদ।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন, বিপিসি’র নির্বাহি আবুল কালাম পাটোয়ারি, বিএএ’র নির্বাহি কর্মকর্তা রুহুল কুদ্দুছ প্রমুখ।

সেমিনারে দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক সামছুদ্দোহা, স্থানীয় মৎস্য চাষি, মৎস্যজীবী, স্কুল- মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, মসজিদের ইমাম এবং জনপ্রতিনিধিসহ প্রায় ১০০জন অংশ গ্রহণ করেন।

সেমিনারে খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজারজাত করণ, বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা হয়।সেমিনারে বিঞ্জানিগণ বলেন-সব ধরনের পানিতেই ১০টি হেভি মেটাল বা ডার্টি ডজন নামের রাশায়নিক বিষ পদার্থ আছে কিনা তা নিশ্চিত হয়ে ব্যবহার করতে হবে তা না হলে ক্যান্সারের মতো নানান ঘাতক মরণ ব্যাধিতে আক্রান্ত হতে হবে। এসব বিষ পদার্থ সাধারণ ১০০ ডিগ্রি তাপমাত্রায় বিনাশ হয় না।

(নতুন কুমিল্লা/এসএম/এএইচ/বৃহস্পতিবার, জুন ২৮, ২০১৮)

আরও পড়ুন