ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস বার্তার প্রাক্তন বার্তা সম্পাদক অাবদুল কাদিরের মৃত্যু হয়েছে। (ইন্নানিল্লাহি….. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার ফহেতবাদ ইউনিয়নের কোটনা গ্রামে কিডনি ও ফুসফুসজণিত রোগে তিনি মারা যায়।
অাজ শুক্রবার সকালে তার নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ক্যাম্পাস বার্তা পরিবার ও কুমিল্লার বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য- অাবদুল কাদির ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন তিনি । ক্যাম্পাস বার্তার পাশাপাশি রূপসী বাংলা পত্রিকার ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি হিসেবে কাজ করেছে দীর্ঘদিন।
(নতুন কুমিল্লা/জেপি/এমএইচ/শুক্রবার, জুন ২৯, ২০১৮)