চান্দিনা পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ৩৫ কোটি ৬১ লাখ টাকার বাজেট শুক্রবার (২৯ জুন) বিকালে ঘোষণা করা হয়। পৌরসভার সভা কক্ষে ওই বাজেট ঘোষণা করেন- পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।
প্রধান অতিথি বলেন- ‘বাজেট জনমুখী। জনগণের ভাগ্যের উন্নয়নে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এসময় তিনি সময় মত পৌর করসহ সকল কর পরিশোধের আহবান জানান।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন প্রকল্পে সরকারি অনুদান বাবদ আয় ধরা হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকা। অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৩ লাখ টাকা।
অনুষ্ঠানে পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. শহীদুল ইসলাম, চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. হেদায়েত উল্লাহ্, পৌর কাউন্সিলর মো. শাহজাহান সরকার,
দৈনিক ইত্তেফাক এর চান্দিনা ও বুড়িচং সংবাদদাতা মো. মামুনুর রশিদ সরকার, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, মো. খলিলুর রহমান মাস্টার।
বাজেট অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোক মহিউদ্দিন আহমেদ আলম, সাবেক দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী সখিনা আলম, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. ছফিউল্লাহ্,
পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুর রব, পৌর কাউন্সিলর মো. আক্তার আহমেদ নাদিম, মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সুরুজ ভূইয়া, মো. আবদুস ছালাম, মো. দুলাল মিয়া, মহিলা কাউন্সিলর মোসাম্মৎ মিনোয়ারা বেগম, মোসাম্মৎ নাসরিন আক্তার, মোসাম্মৎ রাবেয়া বেগম, পৌর সচিব মো. ইউসুফ আলী, পৌরসভার প্রকৌশলী মো. শাহিন সার হোসেন, মো. খোরশেদ আলম চেয়ারম্যান প্রমুখ।
(নতুন কুমিল্লা/জেপি/টিবি/শনিবার, জুন ৩০, ২০১৮)