রাশিয়ার বিশ্বকাপে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখী হবে দুই পাওয়ার হাউজ-পর্তুগাল ও উরুগুয়ে। সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে হাই ভোল্টেজ ম্যাচটি।
বিশ্বকাপে প্রথম দেখা, তাও আবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচ। এমন অপরিচিত স্কোয়াডের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে চান দুই দলের ফুটবলাররা। পর্তুগালের লক্ষ্য ওয়ানম্যান শো থেকে বেরিয়ে দল হয়ে খেলা। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিকের মধ্য দিয়ে এবারের মিশন শুরু করেছিলেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
দলকে বাড়তি অনুপ্রেরণা যুগিয়েছে অধিনায়কের এমন পারফরমেন্স। গ্রুপ পর্বে পর্তুগীজদের পাঁচ গোলের মধ্যে চারটিই এসেছে দ্য ওয়ান ম্যান আর্মি রোনালদোর পা থেকে। সেই ভরসার পাশাপাশি উরুগুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করতে পর্তুগালের বস স্যান্তোস ছক কষছেন টিম স্পিরিটের উপরও।
৪৬ বছর আগে শেষ দেখায় ১-১ গোলে ড্র করেছিলো দুই প্রতিপক্ষ। তাই জয়ের প্রত্যাশা করলেও সতর্ক পর্তুগাল। তবে বাস্তবতা হলো ক্রিশ্চিয়ানোর সফলতার উপরই নির্ভর করছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ভাগ্য। পর্তুগীজদের প্রত্যাশা লাতিন প্রতিপক্ষের বিরুদ্ধে সময় মতো জ্বলে উঠবেন তাদের অধিনায়ক।
এদিকে, এবারের আসরে ক্রোয়েশিয়ার পর শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে উরুগুয়ে। একটি গোলও হজম করেনি দলটি। তাই বেশ আত্মবিশ্বাস নিয়েই পর্তুগালের মুখোমুখি হবে সুয়ারেজ, কাভানিরা।
তবে অস্কার তাবারেজের শিষ্যদের চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। ১৯৮৬, ১৯৯০ এবং ২০১৪ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছিল লাতিন আমেরিকার দলটি। তবে সুয়ারেজ, কাভানিরা জ্বলে উঠলে শেষ আটে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
উরুগুয়ের সবচে বড় শক্তি ডিফেন্স। আসরে এখন পর্যন্ত গোল খায়নি, প্রতিপক্ষ গোলমুখে শট নিতে পেরেছে মাত্র ছয়বার। গোডিন, সাবাস্তিয়ান, পেরেইরাদের এমন জমাট রক্ষণ-ই উরুগুয়ের বড় শক্তি।
পরিসংখ্যান-পারফরমেন্সে কিছুটা স্বস্তিতে থাকছে তাবারেজের দল। তবে রোনালদোকে আটকানোর ছকও কষতে হচ্ছে তাকে। ইতোমধ্যে কোচ জানিয়ে দিয়েছেন,রোনাদোকে বোতলবন্দি করতে তৈরি তার দল।
(নতুন কুমিল্লা/জেপি/আরসি/শনিবার, জুন ৩০, ২০১৮)