কুমিল্লা
বুধবার,২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

নকআউট পর্বে আজ মুখোমুখী হবে ফ্রান্স-আর্জেন্টিনা

আজ শনিবার রাশিয়া বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ফ্রান্স। কাজানের অ্যারিনা স্টেডিয়ামে, রাত আটটায় মাঠে নামবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।

কাগজে কলমে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ফ্রান্স। শেষ ষোলোতেও উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তবে ফ্রান্সকে সমীহ করলেও, ভয় পাচ্ছে না আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে জয়ের জন্য শতভাগ পারফরম্যান্স উপহার দিতে চায় তারা। শেষ ষোলর টিকিট কাটতে ঘাম ঝড়াতে হয়েছে আর্জেন্টিনাকে।

টালমাটাল দলে ফিরেছে ছন্দ, ফিরেছে আত্মবিশ্বাসও। চাকরি হারানোর ভয়ে থাকা সাম্পাওলিও প্রাণ ফিরে পেয়েছেন। হাই-রেটেড ফ্রান্সের বিপক্ষে নামার আগে নীল নকশা প্রস্তুত করেছেন এই কোচ। প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন হিগুয়েন। সুযোগ পেতে পারেন পাভোন।

দলে কোন ইনজুরি না থাকলেও, মেসিসহ আর্জেন্টিনার ৬ জন খেলোয়াড় আগের ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন। এই বিষয়টি মাথায় রেখেই কোচ জর্জ সাম্পাওলি ফরাসীদের বিপক্ষে জয়ের ছক কষেছেন।

আর ফ্রান্সের লক্ষ্য আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া। ফর্ম ও দলের অবস্থা বিচারে আর্জেন্টাইনদের চেয়ে অনেকটাই এগিয়ে ফ্রান্স। ফ্রন্টলাইনে- আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়েন এমবাপ্পে, পল পগবাদের মতো পরীক্ষীতরা সামর্থ্য রাখেন আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেয়ার।

গোল পোস্টের নিচে হুগো লরিস, ডিফেন্স ভারানে, উমতিতিরা ভরসা দিচ্ছেন মেসিকে আটকানোর। গ্রুপ পর্বে ম্যাচেও দেখা গেছে ছন্দ, দেশমের কৌশল কাজে লাগানোর দক্ষতা। তাইতো ফেভারিটের তকমায় থাকা ১৯৯৮ চ্যাম্পিয়নরা মাঠে নামবে এগিয়ে থেকেই।

বিশ্বকাপ ফুটবলে এই পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। দু’বারই জিতেছে আর্জেন্টাইনরা। আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে ৯ বছর পর।

(নতুন কুমিল্লা/জেপি/আরসি/শনিবার, জুন ৩০, ২০১৮)

আরও পড়ুন