চৌদ্দগ্রামের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার পাঠক ফোরামের উদ্যোগে নৌকা ভ্রমনের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার গুণবতি ছোট পোল থেকে “ডাকাতিয়া” নদীর চিল পাড়া ব্রিজের উদ্দেশ্যে তিন ঘন্টা ব্যাপী নৌকা ভ্রমনের যাত্রা শুরু করে।
নৌকা ভ্রমনের যাত্রা উদ্বোধন করেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজী।

নির্বাহী সম্পাদক এমদাদ উল্যাহর নেতৃত্বে ২য় নৌকা। ছবি : নতুন কুমিল্লা
এতে অংশ নেন পাঠাক ফোরামের সদস্য, পত্রিকার সংবাদিক ও বিভিন্ন পেশার অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।
যাত্রাপূর্বে মুনাজাত পরিচালনা করেন পাঠক ফোরামের সদস্য মো. ইউসুফ গরিবুল্লাহ।
নৌকা ভ্রমনের সার্বিক পরিচালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক এমদাদ উল্ল্যাহ ও পাঠক ফোরামের আহবায়ক হোসাইন মামুন।