দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)সমন্বিত জেলা কার্যালয়,কুমিল্লা ও এইড-কুমিল্লার সহযোগিতায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার (৩০ জুলাই) এইড-কুমিল্লার প্রধান কার্যালয় কুমিল্লা দুর্নীতি প্রতিরোধ কমিটির ওরিয়েন্টশেন আয়োজন করা হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপ-পরিচালক আহসানুল কবির পলাশ, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, সাধারন সম্পাদক শাহ মোঃ আলমগীর খান, সদস্য বদরুলহুদা জেনু, আবুল হাসানাত বাবুল।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দাউদকান্দির সভাপতি, অধ্যাপক নুরুল গনি ও সহ-সভাপতি মো:শাহিন চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দেবিদ্বারের সভাপতি, খন্দকার নুরুজ্জামান ও সাধারনসম্পাদক মো: হারুনুররশিদ, উপজেলা দুর্নীতিপ্রতিরোধকমিটি নাঙ্গলকোটের সভাপতি, অধ্যক্ষকাজীরফিকুলইসলাম ও সাধারন সম্পাদক, মো: চাঁন মিয়া সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি চান্দিনার সভাপতি ড. অধ্যাপক শামছুল হক ও সদস্য মারুফা আক্তার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসদর দক্ষিনের সহ-সভাপতি মো: আবু তাহের ও সাধারন সম্পাদক, অধ্যাপক মো: রুহুল আমিন মজুমদার ,উপজেলা দুর্নীতি প্রতিরোধকমিটি চৌদ্দগ্রামের সভাপতি মো: মোতাহের হোসেন জামাল ও সহ সভাপতি এ আরবাচ্চুখাঁন,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মেঘনার সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বুড়িচং’র সভাপতি মো: জামসেদ আলম ভূইয়া ও সাধারন সম্পাদক মো: আবদুর রশিদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্রাহ্মনপাড়ার সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ওসহ-সভাপতি কাজি শফিনাজ বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তিতাস’র সহ-সভাপতি, মো,আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরুড়ার সভাপতি মো:শাহআলম ও সদস্য, মো:আব্দুস সাত্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মনোহরগঞ্জের সাধারণ সম্পাদক,
মো: সেলিম জাহাঙ্গীর,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মুরাদনগরের সাধারণ সম্পাদক,মো: আমিনুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হোমনার সহ-সভাপতি মো: আবদুলহক, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী সহ জে আর সি পি প্রকল্পের সকল কর্মকর্তাবৃন্দ । কুমিল্লা জেলার ১৬টি উপজেলার দুপ্রক প্রতিনিধিবৃন্দ দুর্নীতি প্রতিরোধে তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন ও বিভিন্ন সুপারিশ সহ প্রস্তাব পেশ করেন।
(নতুন কুমিল্লা/একেএম/প্রেস বিজ্ঞপ্তি/ জুন ৩০, ২০১৮)