কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

সাপ্তাহিক চৌদ্দগ্রাম পাঠক ফোরামের নৌকা ভ্রমন সফল ভাবে সম্পন্ন

ডাকাতিয়া নদীর পরিকোট ব্রিজ এলাকায় যায় গ্রুফ ছবিতে ভ্রমনকারীদের একাশ। ছবি: নতুন কুমিল্লা

চৌদ্দগ্রাম উপজেলার গণমানুষের মুখপত্র, মফস্বলে বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত ও বহুল প্রচারিত ‘সাপ্তাহিক চৌদ্দগ্রাম’ পত্রিকার পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত নৌকা ভ্রমণ সফল ভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিন টায় গুণবতী রেলষ্টেশনের পশ্চিম পাশে অবস্থিত ছোট পুল নৌকা ঘাট থেকে ভ্রমণের উদ্বোধন করেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজী। ভ্রমণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন পত্রিকার পাঠক ফোরামের সদস্য এম এ ইউসুফ। পরে পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম ফরায়েজী, নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহর নেতৃত্বে ও পাঠক ফোরামের আহবায়ক মোঃ হোসাইন মামুনের ব্যবস্থাপনায় দুইটি নৌকা পরিকোট ব্রিজ এলাকায় যায়।

নৌকা দুইটি ডাকাতিয়া নদী দিয়ে চিলপাড়া ব্রিজের উদ্দেশ্যে যাত্রা করে। বিকেল পাঁচ টায় মিনি কক্সবাজার খ্যাত চিলপাড়া ব্রিজ এলাকায় পৌঁছায় ভ্রমণকারীরা। পরে দর্শনীয় স্থান পরিদর্শন শেষে দুইটি নৌকা আবারও গুনবতীর উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যা সাতটায় গুণবতীতে পৌঁছায়। গুণবতী রেলষ্টেশন এলাকায় মাগরিবের নামাজ আদায় করে নাস্তা গ্রহন শেষে ভ্রমণের সমাপ্তি ঘটে।

এতে পত্রিকার চীফ রিপোর্টার হাসান মুহাঃ জহির, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন, ইতালি প্রবাসী নাছির উদ্দিন ভুঁইয়া, সাংবাদিক জহিরুল ইসলাম জহির, এম এ আলম, আনিছুর রহমান, মিজানুর রহমান মিনু, মনোয়ার হোসেন, মাঈন উদ্দিন মাসুদ, নুরুল হুদা, ব্যবসায়ী হুমায়ন আহমেদ, ওমর ফারুক মজুমদার, কামরুল হাসান, জহিরুল ইসলাম তানভীর, শিক্ষক আবুল হাশেম শিমুল, মোঃ সোহেল, ইকবাল হোসেন জাকির, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান পলাশসহ বিভিন্ন পর্যায়ে পেশাজীবীসহ অর্ধশতাধিক ব্যক্তিবর্গ।

(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/এমএসএম/ জুন ৩০, ২০১৮)

আরো পড়ুন…

সাপ্তাহিক চৌদ্দগ্রাম পাঠক ফোরামের নৌকা ভ্রমন শুরু

আরও পড়ুন