নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছেলে হাসিব খানের সঙ্গে বিয়ে হলো কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেঝো মেয়ে আইমান বাহার সোনালীর।
শনিবার রাতে ঢাকার গলফ ক্লাবে দুই পরিবারের নিকট আত্মীয়দের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার রাতে ঢাকার গলফ ক্লাবে বিয়ের সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই পরিবারের একাধিক সদস্য জানান, সামনে নির্বাচন হওয়ায় এ মুহূর্তে বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে না। আগামী নির্বাচনের পরে কুমিল্লায় বিবাহত্তোর অনুষ্ঠানের আয়োজন হবে।
এদিকে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ের সঙ্গে নৌমন্ত্রীর ছেলের বিয়ের খবরে কুমিল্লা দলীয় নেতাকর্মীসহ কুমিল্লাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নব দম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকেই।
এদিকে আদর্শ সদর উপজেলাবাসীর পক্ষে নব দম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট আমিনুল ইসলাম টুটুল।
(নতুন কুমিল্লা/একেএম/এসআর/রবিবার, জুলাই ০১, ২০১৮)