কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রুবেল সভাপতি : আমিনুল সাধারণ সম্পাদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাবের কমিটি ঘোষণা

সভাপতি রুবেল ও সাধারণ সম্পাদক আমিনুল। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব’র ২০১৮-২০১৯ রোটাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে বাগিচাগাঁও আজিজুল হক রোটারি সেন্টারে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের রোটার‌্যাক্টর মো. আসাদুজ্জামান রুবেলকে সভাপতি ও অর্থনীতি বিভাগের রোটার‌্যাক্টর আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন, আইপিপি রোটার‌্যাক্টর এম এ জলিল, সহ-সভাপতি রোটার‌্যাক্টর সিং থোয়াই মং মারমা, রোটার‌্যাক্টর ফয়সাল আহমেদ, রোটার‌্যাক্টর মো. সাইফুল ইসলাম ও রোটার‌্যাক্টর মো. মনিরুজ্জামান সানি, যুগ্ম- সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর হারুন অর রশিদ মামুন, রোটার‌্যাক্টর ফারজানা ইয়াসমিন, কোষাধ্যক্ষ রোটার‌্যাক্টর তারেক আহম্মেদ,

ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর রেদোয়ান উদ্দিন আহম্মেদ, প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর অভিনাশ চন্দ্র দাশ, রোটার‌্যাক্টর মো. শাহজাহান, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর জারিন তাসনিম তৃষা, এডিটর এন্ড আইটি ডিরেক্টর রোটার‌্যাক্টর মো. রাকিবুল ইসলাম, চীফ সার্জেন্ট রোটার‌্যাক্টর মো. আবেদীন কবির এবং সার্জেন্ট এট আর্মস রোটার‌্যাক্টর মো. আরিফুর রহমান ও রোটার‌্যাক্টর নাহিনুর রহমান কুলছুম।

এছাড়াও উপদেষ্টামন্ডলীর সদস্য করা হয় প্রতিষ্ঠাতা সভাপতি ও পিপি এক্স-রোটার‌্যাক্টর আহসান হাবীব, পিপি জয়নাল আবেদীন রনি, পিপি এনামুল হাসান, মশিউর রহমান, শরীফ হোসাইন, পেয়ার হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে সদস্যদের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে।

(নতুন কুমিল্লা/জেপি/জেআই/০২ জুলাই ২০১৮)

আরও পড়ুন