বুড়িচংয়ে যুবকের ছুরিকাঘাতে সেতারা বেগম (৩৪) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। নিহত সেতারা বেগম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পানারপুকুরপাড় গ্রামের সৌদিআরব প্রবাসী আবুল বাশারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বাকশীমূল গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের স্ত্রী সেতারা বেগমের সাথে একই গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে মোঃ জাকির হোসেন মিস্ত্রীর (৩০) সু-সর্ম্পক গড়ে উঠে।
সোমবার (২ জুলাই) সকালে সেতারা বেগমের মেয়ে কলি আক্তার স্কুলে চলে যাওয়ার পর জাকির হোসেন তার ঘরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় সেতারা বেগমের আত্মচিৎকারে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্তায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি করেছে।
বুড়িচং থানার পরিদর্শক তদন্ত মেজবাহ উদ্দিন ভূইয়া ও এস আই ইয়াছিন ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও একটি সিগারেটের প্যাকেট উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
(নতুন কুমিল্লা/এমইইউ/কেকেএম/০২ জুলাই ২০১৮)