বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের অন্যতম সদস্য মো. খোরশেদ আলমকে (২৬) বিপুল পরিমাণ মোবাইল সিমকার্ড ও ইলেকট্রিক সামগ্রীসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা হ্যাকার চক্রের এ সদস্যকে আটক করে।
সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মো. আতাউর রহমান নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে হ্যাকার মো. খোরশেদ আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, দুটি ডেক্সটপ কম্পিউটার, ৬৩টি সিমকার্ড, মডেম, হ্যাকিং সফটওয়্যার, মোবাইল ফোন, ভুয়া আইডিকার্ড ও ব্যাংক চেকবই জব্দ করা হয়।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/০৩ জুলাই ২০১৮)