বুড়িচংয়ে বিদ্যুৎ সর্ট শার্কিটের মাধ্যমে অগ্নি কান্ডে ৩টি সবত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মোকাম ইউনিয়নের চান গাছা গ্রামের সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দেবপুর পুলিশ ফাড়ি পুলিশ, কুমিল্লা থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিদ্যুৎ সর্ট শার্কিটের মাধ্যমে চান গাছা গ্রামের মিজানুর রহমানের ৩টি ঘর সর্ম্পূন পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ঘরে থানা আড়াই ভরি স্বর্ন, নগদ টাকা, ফ্রিজ-টিভি, ৫ বস্তা চাউল, ১২ বস্তা গরুর খাবার ও আসবাবপত্র সহ ঘরের সমস্ত মালামাল ভষ্মিভূত হয়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনার খবর পেয়ে রাতেই মোকাম ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্সী ছেলে যুবলীগ নেতা মো: ইমাম হোসেন ঘটনাস্থলে ছুটে যান। সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্সী ঘটনা স্থল পরিদর্শন করে সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন।
(নতুন কুমিল্লা/একেএম/সংবাদদাতা/০৩ জুলাই ২০১৮)