কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে আন্ত: ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জালুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল।
ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাসান রাপি রাজু,সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার।
এসময় কেটিসিসিএ লি. এর পরিচালক দেলোয়ার হোসেন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, সাংস্কৃতি সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় বঙ্গমাতা কাপ (মেয়ে গ্রুপে) গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু কাপ (ছেলে) গ্রুপ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা রানার আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুষ্কার ট্রপি তুলে দেন।
(নতুন কুমিল্লা/এমইইউ/এমএইচএম/০৩ জুলাই ২০১৮)