কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ কাপ ফুটবলের পুরস্কার বিতরণ

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা চেয়ারম্যান এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নে আন্ত: ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার জালুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল।

ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাসান রাপি রাজু,সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার।

এসময় কেটিসিসিএ লি. এর পরিচালক দেলোয়ার হোসেন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন, সাংস্কৃতি সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া, ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বঙ্গমাতা কাপ (মেয়ে গ্রুপে) গোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু কাপ (ছেলে) গ্রুপ শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা রানার আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে পুরুষ্কার ট্রপি তুলে দেন।

(নতুন কুমিল্লা/এমইইউ/এমএইচএম/০৩ জুলাই ২০১৮)

আরও পড়ুন