কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল কালাম মজুমদার জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন। গত ১২ জুন মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারী ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এদিকে সাবেক ছাত্রনেতা, শ্রমিক নেতা ও চৌদ্দগ্রাম শিল্পাঞ্চল বাস্তবায়ন কমিটির সমন্বয়ক আবুল কালাম মজুমদারকে জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটি সদস্য নিযুক্ত করায় জাপার নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ধারনা করা হচ্ছে-জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও আইসিএল গ্রুপের চেয়ারম্যান এইচ এন শফিকুর রহমান এর মামলায় জটিলতা থাকার কারনে চেয়ারম্যান বিকল্প দলীয় প্রার্থী ঠিক করতেই এ নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে আবুল কালাম মজুমদার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হয়ে কাজ করে যাচ্ছেন।
(নতুন কুমিল্লা/এমইইউ/প্রেস বিজ্ঞপ্তি/৪ জুলাই, ২০১৮)