ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে কার্ভাডভ্যান চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.সাফায়াত উল্লাহ নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাসড়কের উপজেলার মিয়া বাজার এলাকায় ৫০ বছর বয়সি অজ্ঞাত এক নারী ডিভাইডারের উপর দিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এসময় ডিভাইডারে তার পা আটকে গিয়ে সড়কে পড়ে যায়।

কার্ভাডভ্যান চাপায় নিহত অজ্ঞাত নারী। ছবি : নতুন কুমিল্লা
এসময় দ্রুতগামী চট্টগ্রাম মুখি একটি কার্ভাডভ্যান তাকে চাপা দিলে ঘনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটানস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয়। এসময় ঘনাস্থল থেকে কার্ভাডভ্যানটিকে আটক করা হয়। তবে গাড়ির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি বলে উপ-পরিদর্শক মো. সাফায়াত জানান।
(নতুন কুমিল্লা/জেপি/আরইএস/০৪ জুলাই ২০১৮)