দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করার লক্ষ্যে কুমিল্লায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত ওয়াই ডাব্লিউ সি এ স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার (০৫ জুলাই) সকালে দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে দেশী ফল নিয়ে উৎসবে অংশগ্রহণ করে। এসময় ক্ষুদে শিক্ষার্থীদের জাতীয় ফলসহ দেশীয় বিভিন্ন পুষ্টিকর ফলের সাথে পরিচয় করিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষিকা কলি চৌধুরী।

ওয়াই ডাব্লিউ সি স্কুলে শিক্ষার্থীদের দেশীয় ফল উৎসব। ছবি : নতুন কুমিল্লা
উৎসবে স্কুলের প্রধান শিক্ষিকা কলি চৌধুরী বলেন, দেশীয় ফলের সাথে ছেলেমেয়েরা পরিচয় করিয়ে দেওয়াই এ ফল উৎসবের লক্ষ্য। শিক্ষার্থীরা যাতে দেশীয় ফল সম্পর্কে জ্ঞান অর্জন করে, গুণগত মান সম্পর্কে জেনে ফল খেতে আগ্রহী হয় সেজন্য আমরা প্রতিবছর এই ফল উৎসব আয়োজন করে থাকি। শিক্ষার্থীরা ফল চিনবে এবং সারাদিন ফল খাবে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে ফল উৎসব সম্পন্ন হয়েছে।
ওয়াই ডব্লিউ সি এ স্কুলের সাধারণ সম্পাদিকা আইরিন অধিকারী মুক্তা ,সহকারী প্রধান শিক্ষক দিনা পোদ্দার, ফেরদৌসী বেগম, মোসাম্মৎ রীনা আক্তার, নীলুফা ইয়াছমিনসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/জেপি/এইচএম/০৫ জুলাই ২০১৮)