বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রঘোষিত এ কর্মসূচি পালন করেন।
কুমিল্লা মহানগরীর সালাউদ্দিন মোড় থেকে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে কান্দিরপাড় পূবালী চত্বরের সামনে এসে এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সভাপতি ভিপি জসিম উদ্দিন, বিএনপি নেতা শফিউল আলম রায়হানসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যারে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
(নতুন কুমিল্লা/এইচএম/০৫ জুলাই ২০১৮)