কুমিল্লা জজ কোর্টে শিক্ষানবীশ আইনজীবী সফিকুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুলাই) সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইনজীবী সফিকুর রহমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের চৌয়ারা কালি নগর গ্রামের বাসিন্দ।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সফিকুর রহমান কোর্টে যাওয়ার পথে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে তার ব্যবহৃত মোটর সাইলের সংঘর্ষে।

নিহত আইনজীবী সফিকুর রহমানের মৃতদেহ। ছবি : নতুন কুমিল্লা
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা নগরীর সিডিপ্যাথ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
তার জানাযার নামাজ আজ রাত ৯ ঘটিকায় তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।
আইনজীবী সফিকুর রহমানের মৃত্যুর খবরে কুমিল্লা জজ কোর্টের তার সহকর্মীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
(নতুন কুমিল্লা/জেপি/এমএ/০৫ জুলাই ২০১৮)