কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপিত মোঃ আতিকুল হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ইমাম হোসেন মজুমদার রুবেল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী আহসান হাবিব, উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম এছাক, যুগ্ম সাধারন সম্পাদক জামাল উদ্দিন মামুন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়ের,
সহ-সভাপতি দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুবদল নেতা আবাদ মিয়া, খালেদ সাইফুল্লাহ, নুর মোহাম্মদ, শহীদ, কামাল, সাদ্দাম, শরীফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(নতুন কুমিল্লা/এমইইউ/প্রেস বিজ্ঞপ্তি/৫ জুলাই ২০১৮)