দাউদকান্দিতে ইমন হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে মাদ্রাসা থেকে ফিরে নিজ বাসার বাথরুমে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।
নিহত ইমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গবাচাঁদপুর গ্রামের মাহবুব আলমের ছেলে। তার পরিবার গৌরীপুর বাজারে ভাড়া থাকেন। সে উপজেলার গৌরীপুর মক্কাতুল মোকাররামা ক্যাডেট মাদ্রাসা ছাত্র ছিলেন।

নিহত ইমনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে তার মৃতদেহ ক্ষতিয়ে দেখছেন। ছবি: নতুন কুমিল্লা
নিহতের মা রুপালী বেগম নতুন কুমিল্লাকে জানান, ইমন দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরে বাসায় খাওয়া দাওয়া করেন। কিছুক্ষণ পরই তাকে খুজে না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখে সে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছেন। উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ স ম আব্দুন নূর নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে আত্মহত্যার রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে বলে ইনচার্জ আ স ম আব্দুন নূর জানান।
(নতুন কুমিল্লা/জেপি/এসএ/০৫ জুলাই ২০১৮)