কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

দাউদকান্দিতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

নিহত ইমনের শিক্ষা প্রতিষ্ঠান মক্কাতুল মোকাররামা ক্যাডেট মাদ্রাসা। আনসাটে তার মৃতদেহ। ছবি: নতুন কুমিল্লা

দাউদকান্দিতে ইমন হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে মাদ্রাসা থেকে ফিরে নিজ বাসার বাথরুমে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

নিহত ইমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গবাচাঁদপুর গ্রামের মাহবুব আলমের ছেলে। তার পরিবার গৌরীপুর বাজারে ভাড়া থাকেন। সে উপজেলার গৌরীপুর মক্কাতুল মোকাররামা ক্যাডেট মাদ্রাসা ছাত্র ছিলেন।

নিহত ইমনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে তার মৃতদেহ ক্ষতিয়ে দেখছেন। ছবি: নতুন কুমিল্লা

নিহতের মা রুপালী বেগম নতুন কুমিল্লাকে জানান, ইমন দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফিরে বাসায় খাওয়া দাওয়া করেন। কিছুক্ষণ পরই তাকে খুজে না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখে সে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছেন। উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ স ম আব্দুন নূর নতুন কুমিল্লাকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তবে আত্মহত্যার রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে বলে ইনচার্জ আ স ম আব্দুন নূর জানান।

(নতুন কুমিল্লা/জেপি/এসএ/০৫ জুলাই ২০১৮)

আরও পড়ুন