কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় আবাসিক হোটেল সিলগালা: ৪ জনের কারাদণ্ড

কুমিল্লা সেনানিবাস সংলগ্ন আবাসিক আমতলী এলাকায় হোটেল ‘অভি’তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তালা ঝুলিয়ে হোটেলটি সিলগালা করেদেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেল কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী নতুন কুমিল্লাকে জানান, জেলা প্রসাশক আবুল ফজল মীর এর নির্দেশনায় কুমিল্লা সেনানিবাস সংলঘ্ন আবাসিক হোটেল ‘অভি’তে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে এক তরুন ও এক তরুনীতে আটক করে উভয়কে ৬ মাসের কারাদণ্ড সাজা প্রদান করা হয়। এ সময় অপকরর্মে জড়িত থাকার কারণে হোটেল অভি সিলগালা করা হয়। এছাড়া হোটেলের ম্যানেজার ও এক কর্মচারিকে আটক করে তাদের ২জনকেও একই মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এছাড়াও হোটেল কর্মকর্তারা বোর্ডারদের কাছে দ্বিগুণ-তিনগুণ দামে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হচ্ছে।

(নতুন কুমিল্লা/এএম/জেইউ/০৬ জুলাই ২০১৮)

আরও পড়ুন