কানাডায় তীব্র তাপদাহে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বস্থ্য বিভাগের কর্মকর্তারা এ খবর দিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বেশি তাপমাত্রা। স্থানীয়দের প্রচুর পানি পান ও ছায়ায় থাকার পরামর্শ দিচ্ছেন তারা।
মনট্রিলের মেয়র ভ্যালেরি প্লান্টি বলেছেন, আমরা আমাদের সামর্থ্যের সব কিছু করছি। শহরের জলাশয় এবং শীততাপ যন্ত্র সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩৩ জনের মধ্যে ১৮ জনই মারা গেছে মনট্রিলে। এটি প্রদেশের সবচেয়ে জনবহুল শহর। বাকিরা আশপাশের এলাকায় মারা গেছে।