কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধাসহ নিহত ২, আহত ১৭

ফাইল ছবি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৭জন যাত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ও চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস মহাসড়কের দৌতলপুর এলাকায় ওভার টেকিং করার সময় ড্রিমলাইন পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে ড্রিমলাইন পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এসময় বাসের নিচে চাপা পড়ে পানিতে ডুবে এক বৃদ্ধা নিহত হন।এঘটনায় আহত হন বাসের ১৭ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে স্থানীয় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান খাদে পড়ে মিরাজ মিয়া (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার রেজপাতা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ‘ঢাকামুখী কাভার্ডভ্যানকে (চট্টমেট্রো-ট-১১-০০২৫) মহাসড়কের হায়দারপুল এলাকায় অপর একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যান চালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

আরও পড়ুন