বিনাদোষে দীর্ঘ ১০ বছর কারাবাসের পর দেশে ফেরত আনা হয়েছে বাদল ফরাজীকে। জেট এয়ারলাইনসের একটি ফ্লাইটে শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গত ২০০৮ সালের ৬ মে ভারতে নয়াদিল্লির অমর কলোনির এক বৃদ্ধা খুনের মামলায় বাদল সিং নামের এক আসামিকে খুঁজছিল ভারতের পুলিশ। ওই বছরের ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ‘ভুল করে’ বাদল ফরাজীকে গ্রেফতার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
ভারতের বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, খুনের দায়ে বাদল ফরাজীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ২০১৫ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টেও একই সাজা বহাল থাকে।
ঘটনা জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুরক্ষা বিভাগে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। বাদলের নির্দোষ হওয়ার বিষয়টি জানার পর গত ১৯ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক করে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
পরে গত ২২ এপ্রিল ভারতে আনুষ্ঠানিক আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(নতুন কুমিল্লা/এবি/এসকে/০৭ জুলাই ২০১৮)