লাকসাম পৌরসভায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্পের আওতায় পৌর শহরের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।
শনিবার (৭ জুলাই) লাকসাম পৌর শহরের উত্তরকুলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে ৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ আবদুল আলীম দিদার, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম কিবরিয়া সুমন, পৌর প্রকৌশলী এ টি এম মহিন উদ্দিন খন্দকার, হিসাব রক্ষক মোঃ আকতার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
(নতুন কুমিল্লা/একে/এনএউসি/০৭ জুলাই ২০১৮)