কুমিল্লা
বৃহস্পতিবার,২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

দেশের রাজনীতিতে আ’লীগের বিকল্প নেই: এমপি বাহার

অনুদানের চেক প্রদান করছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগের বিকল্প নেই। আওয়ামীলীগ গরীব-দুঃখী সাধারণ মানুষের উপকারে যেভাবে এগিয়ে আসে আর কোনো দল এভাবে এগিয়ে আসে না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন এ দেশ দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে ওঠবে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা উন্নয়ন মহাসড়কে প্রবেশ করে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি, আমরা এখন ৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি।

উন্নত দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত কুমিল্লা জেলায় স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড এবং জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে শনিবার (৭জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল,

আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল ও ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান।

এ অনুষ্ঠানের পর সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত প্রচেষ্টায় সরকারি অনুদানের চেক বিতরণ পর্বে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকাধীন ৬টি কমিউনিটি কিনিকের প্রতিটিতে এক লাখ টাকার চেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মন্দির, মসজিদের সংস্কার, পুনঃ নির্মাণ বাবত ১০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা অঙ্কের চেক বিতরণ করা
হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিথিসহ জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল হক, আমড়াতলী ইউয়িন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কালিরবাজার ইউনিউন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল চেক বিতরণ পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল আলীম কাঞ্চন।

(নতুন কুমিল্লা/এমইইউ/এসএম/০৮ জুলাইল ২০১৮)

আরও পড়ুন