চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে তিন নাইজিরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। ভারতীয় সীমান্তের উপজেলার পূর্ববীরচন্দ্রনগর এলকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন; প্রমিজ ওনিনিচকু ইগবোয়াকাবা, বেনার্ড চুকঅনুনসো অনুরহ ও উমাহি জেমস্ অজি।
রবিবার বিকেলে ৩টার দিকে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের হাবিলদার শরীফ তিতুমীর বাদি হয়ে তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অনুপ্রবেশের একটি মামলা দায়ের করে পুলিশের কাছে তিন জনকে হস্তান্তর করেন।
বিজিবি সূত্র জানায়, তিন নাইজিরিয়ান নাগরিক শনিবার রাত এগারটার পরে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ববীরচন্দ্রনগর ভারতীয় সীমান্তের ২১০৬/১৩-এস পিলারের পাশ দিয়ে বৈধ কাগজপত্র ব্যতিত ভারতে প্রবেশের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খরে পেয়ে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
(নতুন কুমিল্লা/জেপি/এমএসএম/০৮ জুলাই ২০১৮)