নাঙ্গলকোটে দুই মোটর সাইকেল সংঘর্ষে মো. ইস্রাফিল (২৮) নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার (৮ জুলাই) সকালে বক্সগঞ্জ-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে অপর আহত যুবকের পরিচয় জানা যায়নি।
নিহত মো. ইস্রাফিল বক্সগঞ্জ ইউনিয়ন বড়কালী (দক্ষিন পাড়া) গ্রামের সুরুজ মিয়ার মেঝাে ছেলে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদশক (এসআই) মো. হানিফ নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত জানান, সকালে বক্সগঞ্জ-মদনপুর সড়কের হারুনে বাড়ির পশ্চিম পাশে দ্রুতগতির দুটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

বামে নিহত সাইকেল, ডানে তার ফাইল ছবি
এতে ঘটনাস্থলে দু’মোটর সাইকেল চালক গুরুত আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে ইস্রাফিলকে মৃত ঘোষণা করা হয় বলে এসআই মো. হানিফ জানান।
বিকেল ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। নিহতের মৃতদেহ তার নিজ বাড়িতে রেয়েছে বলে সূত্র জানায়।
(নতুন কুমিল্লা/জেপি/এমএসএম/০৮ জুলাই ২০১৮)