কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

মনোহরগঞ্জে মহিলালীগের কর্মী সভা:

দেশের উন্নয়ন মানেই আওয়ামীলীগ: তাজুল ইসলাম এমপি

মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মোঃ তাজুল ইসলাম এমপি। ছবি: নতুন কুমিল্লা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন।

আওয়ামীলীগ সরকার দেশ জুড়ে যে উন্নয়ন কার্যক্রম করে যাচ্ছে তাতে আপামর জনগণ জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। দেশের মানুষ বুঝে গেছে উন্নয়ন মানেই নৌকা, উন্নয়ন মানেই আওয়ামীলীগ। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকে দেশের দিকে তাকালেই বুঝা যায় এ সরকার দেশকে কতটা এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা মধ্য সারির দেশে পরিণত হয়েছি। নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছি। দেশের অগ্রগতি সমৃদ্ধি দেখে কিছু রাজনৈতিক দল দেশকে পিছনে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে।

আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও মহিলা আওয়ামীলীগের সকল পর্যায়ের কর্মী সমর্থকদের সজাগ থেকে ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি মহিলা আওয়ামীলীগকে সু-সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা মহিলালীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য এড. তানজিনা আক্তারের সভাপতিত্বে কর্মী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলালীগ নেত্রী আফরোজা কুসুম, মহিলালীগ নেত্রী ফারজানা সুলতানা স্বপ্না, রিপন বেগম, আয়েশা বেগম, আমেনা বেগমসহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান শাহীন জিয়া।

(নতুন কুমিল্লা/এমইইউ/এসএম/০৮ জুলাইল ২০১৮)

আরও পড়ুন