কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

আইনশৃঙ্খলা কমিটির সভা:

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: জেলা প্রশাসক

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর বলেছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের মতো কুমিল্লা জেলাতেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রশাসন অবস্থান করছে। কাউকে ছাড় দেয়া হবে না।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করছে। ইউনিয়ন পর্যায়ে সকল মসজিদেজঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য ইমামদের উদ্বুদ্ধ করতে প্রশাসনিকভাবে অনুরোধ জানানো হবে।

কুমিল্লায় যানজট নিরসনে সর্বোচ্চ পর্যায়ে সমন্বয় কমিটির আয়োজন করবে জেলা প্রশাসন। ওই সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে উপস্থিত থাকার অনুরোধ করা হবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে এ সমন্বয় কমিটিতে উপস্থিত থাকা ও সমন্বয়ের কাজে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হবে।

রবিবার (৮ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর আরো বলেন, মাদকাসক্তরা সম্প্রতি ঘুমের টেবলেট বা ঔষুধ খেতে শুরু করছে। এ ক্ষেত্রে তাদের এ প্রবণতা নিবৃত্ত করার লক্ষ্যে যারা ঔষুধ বিক্রি করেন বা ফার্মেসীর মালিক তারা যেন প্রেসক্রিপসান ছাড়া ঔষুধ বিক্রি না করেন, সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানো হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বক্সী, সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব
মো: হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লা আল মামুন,

জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, ড্রাগ সুপার হারুন-অর-রশিদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মো: মানজুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, ইসলামিক
ফাউ-েশন কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মো: সারওয়ার আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ট্রাস্টি নির্মল পাল, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য জিএম সিকান্দার প্রমুখ।

সভার শেষ পর্যায়ে গত ঈদ-উল-ফেতর কুমিল্লাবাসী শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করায় জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের প্রতি অভিনন্দন জানান জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

(নতুন কুমিল্লা/এএফ/এইচএম/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন