বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক নাট্যচর্চা গত চারদশকে অনেকদূর এগিয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে চেতনা জাগিয়ে তোলার জায়গাটিকেও সমৃদ্ধ করে তুলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সারাদেশে কলেজ পর্যায়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক মঞ্চায়ন একটি যুগান্তকারী অধ্যায়।
সোমবার (৯জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের নাটকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রসেফর মো. জামাল নাছের এসব কথা বলেন।
সেমিনারে বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল হক। বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু হেনা আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রবন্ধের উপর আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিবাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ মাওলা।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মহসীন। সেমিনারে বাংলা বিভাগের সহকারি অধ্যাপক সুমাইয়া কেয়ামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহকারি অধ্যাপক রীতা চক্রবর্তী।
বক্তারা বলেন, ১৯৭১ থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত মঞ্চ, পথ ও শ্রুতি নাটকগুলোতে স্বাধীনতার চেতনা প্রবাহমান রয়েছে।
(নতুন কুমিল্লা/এফ/পিএস/০৯ জুলাই ২০১৮)