কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জরায়ু মুখ ক্যান্সার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্যোগে এবং অাশার অালো সমাজকল্যাণ সংস্থা (মুরাদপুর), কুমিল্লা’র অায়োজনে প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে সচেতনতামূলক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়েরর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান সোহাগ এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরর রেজিস্টার ড. মোঃ অাবু তাহের।সভার প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শাহিদা অাক্তার শিমু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভাইরাল ইনফেকশনের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সার হয়া বাংলাদেশে প্রতিদিন শতকরা ১৮জন নারী জরায়ু মুখ ক্যান্সারে অাক্রান্ত হয়ে মারা যান।সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক এন এম রবিউল অাউয়াল চৌধুরীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অাশার অালো সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
(নতুন কুমিল্লা/জেপি/কেএম/০৯ জুলাই ২০১৮)