কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

লাকসামে ইসলামিক ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লাকসামে ইসলামিক ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলনে মোনাজাতরত নেতৃবৃন্দ। ছবি: নতুন কুমিল্লা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (৯ জুলাই) স্থানীয় গালফ রেষ্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ মীর মোঃ আবু বাকার।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোঃ আবু বাকার কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মোঃ সাইদুল ইসলাম মোনাজারী, কাজী মাস্টার মোঃ হারুনুর রশিদ, মোঃ হেলাল উদ্দিন, মাওলানা মোঃ সাইফুল ইসলাম আল কাদরী, মাওলানা মোঃ নুরুল ইসলাম জিহাদী, গাজী ইকবাল মাহমুদ, কাজী মোঃ সাইুল ইসলাম মোঃ আবুল কাশেম আবেদী, মোঃ মহিন উদ্দিন, মোঃ দৌলত আলী।

সভাপতিত্ব করেন, মাস্টার মাহবুবুর রহমান। সম্মেলনে মোহাম্মদ আলীকে সভাপতি, আমীর হোসেনকে সাধারণ সম্পাদক ও সৌরভ হোসেন মানিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট লাকসাম পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

(নতুন কুমিল্লা/জেপি/এমএকে/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন