কুমিল্লা
বৃহস্পতিবার,২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৯ চৈত্র, ১৪২৯ | ৩০ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

কুমিল্লায় সাংবাদিকের উপর হাসপাতাল কর্তৃপক্ষের হামলা

কুমিল্লা নগরীর তেলিকোনা এলাকায় মা মনি হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে সংবাদ সংগ্রহ করতে গেলে জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার ও ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

সোমবার (৯ জুলাই) দুপুর দুপুরে ম্যাজিস্টেট ও পুলিশ চলে যাওয়ার পর পর তেলিকোনা মা-মনি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৭১ টিভির ক্যামেরার ডিসপ্লে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় কুমিল্লার কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

হামলায় শিকার অমিত মজুমদার জানান, মা মনি হাসপাতালে ব্যাপক অনিয়ম ও মেয়াদ উত্তীর্ন লাইফ সেভিং ওষুধ জব্দ করার পর ফেসবুকে পেইজে লাইভ সম্প্রচার করা হয়। লাইভ সম্প্রচার চলাকালীল সময়ে মোবাইলে বিভিন্ন হুমকী দেওয়া হয়। ম্যাজিস্টেট চলে যাওয়ার পর পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করা হয়।

এ বিষয়ে ৭১ টিভির ক্যামেরা পার্সন সাইদুর রহমান সোহাগ জানান, দীর্ঘ ৪-৫ বছর কুমিল্লাতে কাজ করছি। এই ধরণের পরিস্থিতির শিকার কখনও হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ও বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে আমার উপর হামলা করা হয়। ক্যামেরায আঘাত করে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য কুমিল্লা নগরীর তেলিকোনাতে মা মনি হসপিটালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওটি বয়, অদক্ষ এক্সরে ও প্যাথলজী দায়িত্ব থাকা তিন জনকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। এ সময় অপরারেশন থিয়েটার থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ লাইফ সেভিং ইনজেকশন ও মেয়াদহীন সেলাইয়ের সুতা জব্দ করা হয়।

(নতুন কুমিল্লা/এইচএম/জেকু/০৯ জুলাই ২০১৮)

আরও পড়ুন