ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির চাপায় মোঃ মানিক মিয়া (২৮) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। নিহত মনির উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের শফিউল্লাহর ছেলে।
মঙ্গলবার (১০ জুলাই) সকালে মহাসড়কের মিয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল তথ্যটি নিশ্চি করে বলেন, মঙ্গলবার সকালে মিয়াবাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়কের নোয়াবাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মানিককে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
(নতুন কুমিল্লা/এমইইউ/এমএসএ/ ১০ জুলাই ২০১৮)