কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়ে শিহাব অনন্ত (১৮) নামে এক কলেজ ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) পশ্চিমপাড়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অন্তু কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
তার গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার ইছাপুরায়। তিনি কুমিল্লা অজিতগুহ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিরিন আক্তার।শিহাব স্থানীয়ভাবে ব্যান্ড দলের ভোকালিস্ট। কুমিল্লায় সঙ্গীতাঙ্গনেও তার বেশ পরিচিতি ছিল।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে অন্তু প্রতিদিনের মতো কুমিল্লা শহরের ধর্মসাগর পাড়স্থ নগর উদ্যানে গান গাইতে যায়।
এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার পায়ে ও বুকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তার দেহ রাস্তায় পড়ে থাকলে পথচারীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিহাবের পরিবার জানিয়েছে, মোবাইলে কল দিয়ে তাকে নিয়ে যায় অজ্ঞাতরা।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া নতুন কুমিল্লাকে জানান, প্রেম সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
(নতুন কুমিল্লা/জেপি/এফ/১০ জুুুুলাই ২০১৮)