কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

গুদামবন্দি ৩ লক্ষাধিক স্মার্ট কার্ড !

ফাইল ছবি

বিতরণের নির্দেশনা না আসায় চাঁদপুর সদর উপজেলার ৩ লাখ ৩৫ হাজার ভোটারের স্মার্ট কার্ড ৫ মাস যাবত গুদামে পড়ে আছে।

চলতি বছরের ২৫ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার ৩ লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোটারের মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ভোটারের স্মার্ট কার্ড জেলা নির্বাচন অফিসে এসেছে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা না পাওয়ায় সেই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের হালনাগাদ ভোটার তালিকার কার্ডও চলে এসেছে। এসব স্মার্ট কার্ড বর্তমানে আমাদের নিজস্ব গোডাউনে সংরক্ষিত রয়েছে। তবে এর মধ্যে কিছু কার্ড এসেছে পূর্বের প্লাস্টিক কার্ড হয়ে। বাকি সব স্মার্ট কার্ড হয়ে এসেছে। কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। নির্দেশনা পেলেই স্মার্ট কার্ড বিতরণ শুরু করব।

এ বিষয়ে জেলা নির্বচন অফিসার মোহাম্মদ নূরুল আলম নতুন কুমিল্লাকে জানান, সদর উপজেলার ভোটারদের স্মার্ট কার্ড অনেক আগেই আমাদের কাছে এসেছে তবে নিবন্ধনকৃত সফটওয়্যারের লাইসেন্সের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় বিতরণ কার্যক্রম শুরু করতে হবে বিধায় একটু দেরি হচ্ছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হয়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।

(নতুন কুমিল্লা/এবি/আরকে/১১ জুলাই ২০১৮)

আরও পড়ুন