কুমিল্লায় অজিতগুহ কলেজ ছাত্র সিহাব উদ্দিন অন্তু (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের একাধিক টিম। এরই মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বুধবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পিবিআইর তদন্ত টিম হত্যার স্থল কুমিল্লা ধর্মসাগর পাড় পরিদর্শনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অন্তুর স্বজনদের সাথে কথা বলেছে।
অন্তু হত্যার ঘটনায় মামলা, তদন্তে পিবিআইসহ পুলিশের একাধিক টিমএদিকে, নিহত অন্তুর পিতা হুমায়ূন কবির বুধবার দুপুরে কোতোয়ালী মডেল থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
যথাযথ প্রক্রিয়া শেষে বিকেল পৌনে ৪টায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম বলতে রাজি হননি তিনি।
কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন নতুন কুমিল্লাকে জানিয়েছেন, হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। অন্তু হত্যার ঘটনায় মামলা, তদন্তে পিবিআইসহ পুলিশের একাধিক টিমএর আগে মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাত ৮টায় মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে নগরীর ধর্মসাগরপাড় এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় কলেজছাত্র সিহাব উদ্দিন অন্তুকে।
সে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার হুমায়ূন কবিরের পুত্র। তার গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার ইছাপুরায়। সে কুমিল্লা অজিতগুহ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার মা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শিরিন আক্তার। অন্তুরা ১ ভাই ১ বোন। তার বড় বোন কুমিল্লা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্রী।
জানা যায়, কুমিল্লা শহরের স্থানীয় একটি ব্যান্ড দলের ভোকালিস্ট অন্তু ও তার বন্ধু-সহপাঠীরা প্রতিদিন ধর্মসাগর পাড়স্থ ‘অবকাশে’ গান করতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তাকে গান শোনার কথা বলে সেখানে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়। বাসা থেকে বের হয়ে ধর্মসাগরপাড় যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্তরা তার পায়ে ও বুকে ছুরিকাঘাত করে।
অন্তু হত্যার ঘটনায় মামলা, তদন্তে পিবিআইসহ পুলিশের একাধিক টিম আহত অবস্থায় তার দেহ রাস্তায় পড়ে থাকলে পথচারীরা কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আত্মীয় স্বজনের কান্নায় কুমেক হাসপাতালের পরিবেশ ভাড়ি হয়ে উঠে। সন্তান হারিয়ে পাগলপ্রায় অন্তুর মা শিরিন আক্তার বারবার মুর্ছা যাচ্ছেন। পরে ময়না তদন্ত শেষে অন্তুর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ইছাপুরায়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, কুমিল্লা নগরীর একমাত্র বিনোদন কেন্দ্র নগর উদ্যান সংলগ্ন ধর্মসাগর পাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর রহস্য উন্মোচনে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। এরই মধ্যে পুলিশের তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) দল ছায়া তদন্ত করতে নেমেছে। ইন্সপেক্টর মাসুদের নেতৃত্বে পিবিআই সদস্যরা পরিদর্শন করেছেন ঘটনাস্থল ধর্মসাগর পাড় ‘অবকাশ’ কেন্দ্র। এছাড়াও তারা কুমেক হাসপাতালে লাশের সুরতহাল পর্যবেক্ষণ করেন ও অন্তুর বাবা-মাসহ স্বজনদের সাথে কথা বলেন।
বিষয়টি নিশ্চিত করে পিবিআইর তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাসুদ বলেন, ‘তিনটি বিষয়কে সামনে রেখেই আমরা তদন্ত করছি।’ তার ধারণা- প্রণয়ঘটিত, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব কিংবা অবকাশে আড্ডা দেয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘঠিত হতে পারে।
বিষয়টির সাথে একমত পোষণ করে কোতোয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে ও রহস্য উন্মোচনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এরই মধ্যে কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এখনো একজনকে থানায় আনা হয়েছে।’ তবে তাদের নাম-পরিচয় বলতে রাজি হননি তিনি।
(নতুন কুমিল্লা/এমকে/এসআই/১০ জুলাই ২০১৮)
আরও পড়ুন…