নাঙ্গলকোটে ছাত্রদলের উপজেলা সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টুকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বুধবার (১১ জুলাই) নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান মৌমি ফ্যাশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর সভার হরিপুর গ্রামের মৃত. জিনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, নাঙ্গলকোট বাজারের সাদেক চেয়ারম্যান মার্কেটের নিজ প্রতিষ্ঠানে ব্যবসা করছিলে মন্টু। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলায় সেলিম জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এ ছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধি মামলা রয়েছে বলে তিনি জানান।
(নতুন কুমিল্লা/জেপি/এমএইচএম/১১ জুলাই ২০১৮)