নাঙ্গলকোটে মাদক সেবনের দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী (ভূমি) মো: আক্তারুজ্জামান।
সাজা প্রাপ্তরা হলেন, উপজেলার হরিপুর উত্তর পাড়া গ্রামের মাহবুলবুল হকের ছেলে আনোয়ার হোসেন (৩২), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডু গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সনজ্জু মিয়া (৩৭) ও নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় গ্রামের আলী আশ্বাদের ছেলে ফুল মিয়া (৪৪)।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট পৌরসদরে হরিপুর উত্তর পাড়া মাহবুলবুল হকের বসত ঘর থেকে মাদক সেবন কালে তার ছেলে আনোয়ার হোসেন, দৌলখাড় গ্রামের ফুল মিয়া ও নেত্রকোনার সনজ্জু মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজাপিদান করে জেল হাজতে পাঠানো হয়।
(নতুন কুমিল্লা/জেপি/এমএইচএম/১১ জুলাই ২০১৮)