কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

নাঙ্গলকোটে গৃহবধুর রহস্য জনক মৃত্যু

অটোরিকশা করে নিহত আসমা আক্তার সাথীর মরদেহ মর্গে প্রেরণ করছে পুলিশ। ছবি: নতুন কুমিল্লা

নাঙ্গলকোটে আসমা আক্তার সাথী (২০) নামে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে পৌরসভার বাতুপাড়া গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ফাঁসিতে ঝুলন্ত আসমার মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আসমা আক্তার সাথী বাতুপাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী এবং উপজেলার পেড়িয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামের প্রবাসী শাহ জালাল মজুমদারের মেয়ে।

নিহতের স্বজনদের দাবী বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, বাতুপাড়া গ্রাম থেকে ফাঁসিতে ঝুলন্ত এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে কুমেক মর্গে প্রেরণ করা হয়েছে।

তদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে ওসি জানান। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করা হয়েছে।

(নতুন কুমিল্লা/জেএইচ/এমডিএম/১২ জুলাই ২০১৮)

আরও পড়ুন