কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

হত্যার উদ্দেশ্যে কুমিল্লায় কর্ণেল অলি আহাম্মদের গাড়িতে হামালা

এলডিপি’র সভাপতি ড. কর্ণেল (অব.) অলি আহাম্মদের ভঙচুর হওয়া গাড়ি। ছবি: নতুন কুমিল্লা

চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি’র সভাপতি ড. কর্ণেল অলি আহাম্মদ (অব.) বীর বিক্রমের গাড়ী ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১টায় চান্দিনা পাইলট স্কুল খেলার মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ ক্যাম্পাস-২ এ নব-নির্মিত মমতাজ আহমেদ ভবনের উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার পথে দুর্বৃত্তরা তার গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। এতে তাকে বহনকারী গাড়ীটির (ঢাকা মেট্রো-ঘ-১৩-৪৬৪৬) পেছনের গ্লাস সম্পূর্ণরূপে ভেঙে যায়। তবে ড. কর্ণেল অলি আহাম্মদ (অব.) অক্ষত রয়েছেন।

এদিকে অনুষ্ঠানে বক্তৃতা কালে পুলিশ ও প্রশাসনের প্রতি বিষোদ্গার করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি’র সভাপতি ড. কর্ণেল অলি আহাম্মদ (অব.) বীর বিক্রম প্রধানমন্ত্রীর কাছে এই নগ্ন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘পুলিশের সামনে মুক্তিযোদ্ধাকে হত্যার চান্দিনায় সন্ত্রাসীরা হামলা করবে, এজন্য এ দেশকে স্বাধীন করিনি। আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আওয়ামীলীগকে ধন্যবাদ জানাই। যার কর্মীরা মুক্তিযোদ্ধাকে হত্যা করতে চায়! পুলিশ ও ইউএনও অফিসের পাশে, আগে-পেছনে একাধিক পুলিশ অফিসার এমনকি ওসির উপস্থিতিতে এধরনের হামলা আমি কল্পনাও করতে পারি না। তারা দেশের ক্ষতি করেছে, আওয়ামীলীগের ক্ষতি করেছে।’

বিকেলে চান্দিনা পৌর এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন বন্ধ করে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের সভা, সমাবেশের জন্য ইউএনও, ওসি’র অনুমতি নিতে হবে কেন। এটা গণতন্ত্রের জন্য হুমকি।’ হামলার প্রসঙ্গ টেনে হামলার সময় চান্দিনা থানার ওসি’র নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের আজীবন দাতা সদস্য মিসেস মমতাজ আহমেদ, পরিচালনা পর্ষদ সদস্য সুলতান মঈন আহামেদ রবীন। কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি কেএম শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদল সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা পৌর এলডিপি’র আহবায়ক মো. শাহ আলম,

চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. জামশেদ আহমেদ জাকি, গণতান্ত্রিক যুবদল নেতা মো. মনির হোসেন শানু, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(নতুন কুমিল্লা/জেপি/টিবি/১২ জুলাই ২০১৮)

আরও পড়ুন