কুমিল্লার চৌদ্দগ্রামে নদীতে পড়ে নিখোঁজ শিশু নাবিহা জান্নাত নূর (১৮ মাস) এর লাশের সন্ধান মেলেছে পাঁচদিন পর। শুক্রবার (১৩ জুলাই) সকালে ডাকাতিয়া নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার ডাঃ সরোওয়ার্দী নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত নাবিহা জান্নাত নূর উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের ইতালি প্রবাসী মোঃ টুটুলের একমাত্র কন্যা।
জানা গেছে, নাবিহা জান্নাত নুর গত রোববার বিকেলে খেলার সময় বাড়ির পাশের ডাকাতিয়া নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার ও মঙ্গলবার নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু নাবিহা জান্নাত নুরের সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারকে খবর দেয়।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/১৩ জুলাই,২০১৮)
আরও পড়ুন…
ডাকাতিয়া নদীতে দু’দিন ধরে শিশু নিখোজ: ডুবুরিদলের চেষ্টা অব্যাহত