নিহত নুপুর গাজীপুরের শ্রীপুরে উপজেলার আবদার গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে এবং তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ছিল।
নুপুরের বাবা মমতাজ উদ্দিন জানান, নুপুর ছোটকাল থেকেই মেধাবী ছিল। সামনে তার এসএসসি পরীক্ষা। পড়ালেখার সময় সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। তার পড়ালেখায় ক্ষতি হবে জেনে নুপুরের মা বৃহস্পতিবার দুপুরে তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয়ায় সে অভিমান করে।
সন্ধ্যার পর থেকে নুপুর তার নিজ ঘরেই ছিল। রাতে নুপুরের বাবা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ১২টার দিকে নুপুরের মা ঘরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাকীব নাজমুল জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।