বিটিভির সাবেক মহাপরিচালক, সুলেখক, সাদা মনের মানুষ, পরিকল্পনা কমিশনের সাবেক সচিব কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান জাফর আহমদ চৌধুরীর দ্বিতীয় নামাজের জানাযা শুক্রবার (১৩ জুলাই) বাদ মাগরিব তাঁর নিজ বাড়ি চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নের আলকরা গ্রামে অনুঠিত হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাদ জুমা ঢাকায় ইস্কাটনে সরকারি অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে প্রথম নামাজেন জানাযা অনুঠিত হয়।
উল্লেখ্য- শুক্রবার (১৩ জুলাই) ভোরে ঢাকা সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি বছর খানেক ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
(নতুন কুমিল্লা/এমইইউ/এইচএম/১৩ জুলাই, ২০১৮)
আরও পড়ুন…