কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনায় কর্ণেল অলি আহাম্মদদের গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক প্রতিবাদ সভা

চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র সভাপতি ড. কর্ণেল অলি আহাম্মদ (অব.) বীরবিক্রমের গাড়ী ভাঙচুরের ঘটনায় পৃথক প্রতিবাদ করেছে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলে চান্দিনা উপজেলা এলডিপি’র কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি’র সভাপতি কেএম শামসুল হক মাস্টার। সভায় দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা পৌর এলডিপি’র সভাপতি মো. শাহ আলম মেম্বার, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, চান্দিনা পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক মো. জামশেদ আহমেদ জাকি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাসেম, গণতান্ত্রিক যুবদল নেতা মো. মনির হোসেন শানু, গণতান্ত্রিক ছাত্রদল নেতা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

এদিকে একই দিন বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে চান্দিনা পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে ওই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আওয়ামীলীগ।

অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি এসময় বলেন- ‘ ড. কর্ণেল অলি আহাম্মদ (অব.) বীরবিক্রম একজন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি আমাদের চান্দিনায় অতিথি হিসেবে এসেছিলেন। তার গাড়িতে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি এসময় দাবি করেন- ‘যুবলীগ, ছাত্রলীগের কোন কর্মী ওই হামলা চালায় নি। একজন মনোনয়ন প্রত্যাশীর সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে। প্রশাসনকে আহবান জানাই আপনারা তদন্ত করে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন।’

(নতুন কুমিল্লা/জেপি/টিবি/১৩ জুলাই ২০১৮)

আরও পড়ুন…

হত্যার উদ্দেশ্যে কুমিল্লায় কর্ণেল অলি আহাম্মদের গাড়িতে হামালা

 

আরও পড়ুন