বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজ ছাত্রদল।
আজ শনিবার সকালে চিওড়া এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন চিওড়া সরকারি কলেজ ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন রাব্বি, চিওড়া সরকারী কলেজ ছাত্রদল নেতা রিয়াদ হোসেন, নাহিদ, শাকিল, তোফায়েল, শাওন, সাইফুল ইসলাম, বাবু, শুভ, জনি, ইবনুল, রাজিব শিহাব, চিওড়া আছগড়িয়া ফাযিল মাদরাসা ছাত্রদল নেতা মোঃ ফারুক, সাগর, শাওন, চিওড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাইফ, মনির, আল আমিন প্রমুখ।
(নতুন কুমিল্লা/এমইইউ/প্রেস বিজ্ঞপ্তি/১৪ জুলাই, ২০১৮)